ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় এক নারী নিহত

সিরাজগঞ্জে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় এক নারী নিহত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মোকার মোড় নামক স্থানে মাটিভর্তি ট্রলির ধাক্কায় আম্বিয়া খাতুন (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার শাহাজহান আলীর স্ত্রী। চৌহালী থানার ওসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (৭ মার্চ) সকালে ওই নারী তার ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় মাটিভর্তি একটি ট্রলি সরু রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে কাপড় ট্রলির সাথে পেঁচিয়ে যায়। ট্রলিটি তাকে টেনে হিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। স্থানীয় লোকজনের চিৎকারে ট্রলি থামিয়ে চালক পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

পুলিশ মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং কোন অভিযোগ না থাকায় ওইদিন বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রলি,ধাক্কা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত