ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে সালিশ বৈঠকে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

চট্টগ্রামে সালিশ বৈঠকে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সালিশ বৈঠকে চাচার ছুরিকাঘাতে ভাতিজা শাহাবুদ্দিন (৩৩) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন জন। বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার কাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচা এবং ভাতিজাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের উদ্যোগ নেয়া হয়। এই নিয়ে বুধবার (৮ মার্চ) সকালে স্থানীয় ইউপি সদস্য নোমান এবং স্থানীয় বাসিন্দা তৌহিদ দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চাচা নুর হোসেন ক্ষিপ্ত হয়ে ভাতিজা শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন আহত শাহাবুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১০টায় চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। চাচাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৈঠক,ছুরিকাঘাত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত