চাঁদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৯:১৩ | অনলাইন সংস্করণ
শওকত আলী, চাঁদপুর
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭মার্চ) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠের পাশে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষেরা।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, চাঁদপুরে ২ বারের নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদ প্রকৌশলী মো: ইকবাল হোসেন, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
এ ছাড়াও দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিতভাবে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।