ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় রো‌হিঙ্গা ক্যাম্পে আবারো হেডমাঝি খুন

উখিয়ায় রো‌হিঙ্গা ক্যাম্পে আবারো হেডমাঝি খুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২ নাম্বার ক্যাম্পে আবারো এক রোহিঙ্গা হেডমাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৮মার্চ) সকাল ৭টার দিকে লম্বাশিয়া ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা হেডমাঝি হলেন সৈয়দ হোসেন কালা বদা (৩৭)। তিনি ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সকালে একদল মুখোশধারী দুর্বৃত্ত বাড়ীতে এসে ভাঙচুর ও হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে চলে যায়। হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য বলে জানিয়েছেন সৈয়দ হোসেনের পরিবার। সন্ত্রাসী সংগঠন আরসা'র অপকর্মের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলেও জানায় তার পরিবার। গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ হোসেন কালা বদাকে ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ মার্চ) সকালে মুখোশধারী একদল দুর্বৃত্ত রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।

রোহিঙ্গা,হেডমাঝি,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত