সীমা অক্সিজেনে দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মালিকের
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
নন্দন রায়, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার দুই লাখ টাকা করে পাবে বলে জানিয়েছেন মালিকপক্ষ।ইতিমধ্যে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ওই টাকা শ্রম আদালতে জমাও দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারের কেউ উপযুক্ত থাকলে তাকে চাকরিও প্রদান করা হবে বলে ঘোষণা দেন মালিক কর্তৃপক্ষ।
বুধবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক মো. ইফতেখার উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ৪ মার্চ সীমা অক্সিজেন লিমিটেডে দূর্ঘটনায় নিহত সাত শ্রমিকের প্রত্যেকের পরিবারকে শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা (পে-অর্ডার) করে প্রদানের জন্য শ্রম আদালতে টাকা জমা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত শ্রমিকদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। এমনকি তারা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের বেতনসহ অন্য সুযোগ-সুবিধাও চলমান থাকবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কেউ চাকরি করার উপযুক্ত থাকলে তাকে চাকরি দেবে ওই প্রতিষ্ঠান।
এর আগে নিহত শ্রমিকদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানান ব্যবস্থাপক ।