যশোরে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন মাদক পাচারকারী আটক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
যশোরের নাভারন থানা পুলিশের অভিযানে বুধবার (৮ মার্চ) রাত ৩ টার সময় বিভিন্ন ব্রান্ডের ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে যশোরে বিপুল পরিমাণ একটি মদের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার নাভারণ সাতক্ষীরার মোড় এলাকায় নাইট গার্ডের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২০) ও যশোর জেলার শার্শা থানার তালশারী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ড্রাইভার আকাম খা।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে একটি প্রাইভেট কার ও ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।