সাভারের আশুলিয়ায় মাদরাসার ছাত্রকে অপহরণের পর হত্যা করে লাশ বস্তাবন্দির ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (২০), সাকিব হোসেন (২৬) ও তামজিদ আহমেদ রাফি (১৪)।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আনোয়ারের সাথে শিশুটির বাবা সোলায়মানের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে তাদের বাকবিতন্ডার জেরে সোলায়মানের শিশুপুত্র তানভিরকে তার বাবার জমি দেখার কথা বলে অপহরণ করে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার জঙ্গলে নিয়ে গলাচেপে ধরে ও মাটিতে আছার দেয় আনোয়ার। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাসায় ফিরে আসে। পরেরদিন ভোরে আসামিরা পুনঃরায় সেখানে গিয়ে লাশ বস্তাবন্দি করে সবজির গাড়ীতে করে টংগাবাড়ী এলাকায় রাস্তার পাশের ড্রেনে ফেলে দেয়।