সোনাগাজীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে 'স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়' প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১০মার্চ) সকালে একটি র‍্যালি নিয়ে ওলামা বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও অগ্নি নিবার্পন মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমেদ, ঘূর্নিঝড় প্রস্তুতি কেন্দ্রের সহকারি পরিচালক মুনির চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপির সহকারি কর্মকর্তা ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা খাতুন ও উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিল আহমেদ।