সিরাজগঞ্জে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিকেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইছামতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার ইছামতী নদীর উপর নির্মিত সেতুর তলদেশের পিলারের কাছ থেকে স্থানীয় কতিপয় প্রভাবশালী অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।