ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (১৮) সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, শনিবার (১১ মার্চ) সকালে মোটরসাইকেল যোগে শামীম ফুলবাড়ী বাজার থেকে ধুপইল যাচ্ছিল। এসময় ফুলবলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়। এসময় মিনি ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মিনি ট্রাকটি পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক,দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত