সিরাজগঞ্জে বাউল সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলায় আহত ৯

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসল্লিদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় আব্দুর রউফ পাতা মুক্তমঞ্চে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (১০ মার্চ) রাতে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় মসজিদে এশার নামাজ চলছিল। নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোর কারণে আশপাশের মসজিদ থেকে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতে হামলা চালিয়ে এ ভাংচুর করে। 

এদিকে, সিরাজগঞ্জ বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি সঞ্জীব কুমার সরকার সাংবাদিকদের বলেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে অতর্কিত হামলা চালিয়ে প্রায় শতাধিক চেয়ারসহ কি-বোর্ড, প্যাড ও হারমোনিয়াম ভাংচুর করা হয়েছে। 

এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনও সংশ্লিষ্ট থানায় মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।