ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই বিশেষ (ভায়া) ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

৩০-৬০ বছর বয়সী নারী অথবা যেসব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের নিয়ে জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসানের সভাপতিত্বে আয়োজিত বিশেষ (ভায়া) ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আনজুমান ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. দেবাঞ্জন পন্ডিত প্রমূখ।

ক্যান্সার,শনাক্তকরণ,ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত