সিরাজগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ২৩:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খাষ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৪৪) ও সোহেল রানার স্ত্রী রুনা খাতুন (৩৬)। বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে ওই স্বামী-স্ত্রী। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর মন্ডল বিপিএম (বার) পিপিএম’র (বার) দিক নির্দেশনায় শুক্রবার (১০ মার্চ) মধ্যেরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।