নোয়াখালীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১২:৩৬ | অনলাইন সংস্করণ

  মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

নোয়াখালী পৌরসভায় সার্বিক ব্যবস্থাপনায়, বৃত্তিপ্রাপ্ত পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র শহীদুল উল্যাহ খান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম (বার)। 

এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, পৌর নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর সচিব শ্যামল দত্ত, পৌর প্যানেল মেয়র রতন কৃষন পাল, সদর প্যানেল মেয়র নাসিম উদ্দিন সুনাম, প্যানেল মেয়র মোহনা সানজিদা রিয়া, নোয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সাংবাদিকবৃন্দ, স্থানীয় পৌরসভার কর্মকর্তাসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হলে, নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকসহ অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য পড়ালেখায় শিক্ষার্থীদের উপর বিশেষ মনোযোগি হওয়ার আহবান জানান তারা। কারণ আজকের শিশু আগামী দিনের অঙ্গিকারবন্ধ উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন।