ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

বীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিরার (১২ মার্চ) সকালে উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনার সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার মোছাঃ খায়রুন নাহার, মোঃ মনিরুজ্জামান, মোঃ মাজেদুর রহমান, দিলীপ কুমার রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মোছাঃ মোস্তফা খানম, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল ইসলাম, বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ আয়শা সিদ্দিকা।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রাথমিক,শিক্ষা,সপ্তাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত