গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার-এর আয়োজনে কটন ইউনিট অফিসার, স্টোর কাম ফিল্ডম্যান ও সহকারী কটন ইউনিট অফিসারদের তুলা চাষের আধুনিক প্রযুক্তির উপর চার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে তুলা গবেষণা কেন্দ্র মিলানায়তন কক্ষে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে কর্মশালায় বিভিন্ন ইউনিটের ৪০ জন অফিসার অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণে নেতৃত্ব দেন শ্রীপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের কটন অ্যাগ্রোনমিস্ট কৃষিবিদ মো. আব্দুল ওয়াহাব।প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড এর নির্বাহী পরিচালক ড. ফখরে আলম ইবনে তাবিব। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড এর ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. কুতুব উদ্দিন, প্রকল্প পরিচালক ড. সীমা কুন্ডু, তুলা উন্নয়ন কর্মকর্তা ময়মনসিংহ জোনের প্রধান খালেদা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর তুলা উন্নয়ন কর্মকর্তা মিলিয়া বিনতে মোমতাজ, নুসরাত জাহান, অফিস তত্ত্বাবধায়ক নাজমুল ইসলাম প্রমুখ।