ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্বামীর নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এক গৃহবধুর 

সিরাজগঞ্জে স্বামীর নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এক গৃহবধুর 

সিরাজগঞ্জে স্বামীর অনৈতিক কর্মকান্ডের বিষয়ে থানায় অভিযোগ করায় গৃহবধু ও শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়েছে মাদক সেবনকারি ইসমাইল হোসেন (২৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আগবয়রা গ্রামের দেরাজ আলীর ছেলে। ওই স্বামীর হুমকি ও নির্যাতনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় ওই গৃহবধু।

নির্যাতিত গৃহবধু সাংবাদিকদের বলেছেন, দীর্ঘদিন শহরের এস এস রোড এলাকায় শিশু সন্তান নিয়ে বসবাস করছি। স্বামীর এ হুমকিতে পণ্য সামগ্রী এজেন্সি সত্বাধিকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনায় ভীত সন্তস্ত্র হয়ে পড়েছি। মাদক সেবনকারি স্বামী মাদক ব্যবসা, জুয়া মদসহ প্রতিনিয়ত পরকিয়া প্রেম ও বন্ধু-বান্ধব নিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকে। এতে একমাত্র আয়ের প্রতিষ্ঠান চরম ক্ষতিসাধন হচ্ছে। এমনকি যৌতুকের টাকার জন্য শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আস্বাস দিয়েছে। তবে এখনও নিরাপত্তার অভাব অনুভব করছি। জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী ও পুুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

হত্যা,হুমকি,নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত