ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে বংশী নদীর জায়গা উদ্ধারে অভিযান

সাভারে বংশী নদীর জায়গা উদ্ধারে অভিযান

সাভারে বংশী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাটের বংশী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আদনান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বংশী নদীর তীর দখল করে দোকানপাট ভাড়া দিয়ে চাঁদা আদায় করে আসছিল প্রভাবশালী চক্র। হাইকোর্টের নির্দেশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।

অভিযানে ভেকুর সাহায্যে প্রায় ৯১টি স্থাপনা গুড়িয়ে দিয়ে পঞ্চাশ শতাংশ জমি উদ্ধার করা হয়। নতুন করে কেউ নদীর জায়গা দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ,উচ্ছেদ,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত