নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ আটক ৬

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৪:১০ | অনলাইন সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) ভোরে নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে তাদের আটক করা হয়। আটকরা হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসীন্দা। সকাল ৯টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ফারুক হোসেন, সালেক হোসেন, আবদুল মালেক, আশরফ আলী এবং চালক আসিক মিয়াসহ এক নারী। তারা হবিগঞ্জ জেলার বাসীন্দা বলে জানা গেছে।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, আটকরা আন্তঃজেলা মাদক কারবারির সদস্য। তারা হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাপাইনবাবগঞ্জের আড্ডা এলাকা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভিতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। গোপন সংবাদে জানার পর ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি করা হয়। অভিনব কায়দায় গাঁজাগুলো রাখা ছিল। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি বলেন, আটকরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গাঁজা বহন করতো। দেখে বুঝার উপায় নাই তারা পরিবারের সদস্য না। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকদের একজন আশরফ আলী বলেন, হবিগঞ্জ জেলা সদর থেকে আমি ওই মাইক্রোবাসে যাত্রী হয়ে উঠেছিলাম। আমাকে তিন হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে গাড়ীতে গাঁজা থাকার কথা আমার জানা ছিলনা।