ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাকুরির প্রলোভনে দুই তরুনীকে ভারতে পাচার, হোতা গ্রেপ্তার

চাকুরির প্রলোভনে দুই তরুনীকে ভারতে পাচার, হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চাকুরীর প্রলোভন দেখিয়ে শ্যামলী রানী (১৭) ও শিলা রানী (১৭) নামে দুই তরুনীকে ভারতে পাচারের মামলায় প্রধান আসামী নবী হোসেন মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সকালে জেলার সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি উপজেলার ভুলতা এলাকা থেকে শ্যামলী রানী ও তার বান্ধবী শিলা রানীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের খুঁজে না পেয়ে এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেন তাদের পরিবার।

পরে গত ২৪ জানুয়ারি ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে নিখোঁজ শ্যামলী তার মাকে ফোনে তাদের অপহরনের পর ভারতে পাচারের বিষয়টি জানান। তিনি আরও জানান, অধিক বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে সোনারগাও এলাকার হাশেম আলীর ছেলে নবী হোসেন মোল্লা ও আইজা মিয়ার ছেলে জাকির হোসেন তাদের পাচার করেছেন। বর্তমানে তারা ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁও এলাকায় রয়েছে।

এ ঘটনায় ২৫ জানুয়ারি শ্যামলীর মা মুক্তা রানী রায় বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার (১৩ মার্চ) সকালে সোনারগাঁও থেকে প্রধান আসামী নবী হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন দুই নারীকে টাকার বিনিময়ে ভারতে পাচার করার কথা স্বীকার করেছেন। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

চাকুরী,প্রলোভন,পাচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত