ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই শিক্ষা সপ্তাহ পালিত হয়। 

উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম‍্যান জালাল উদ্দিন মন্ডল, ইউআরসি ইনস্ট্রাকটর আতিকুর রহমান, সহকারি শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন ও সম্পাদক সোহেল রানা প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।