সিরাজগঞ্জে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমিতে বোরো ধানের ব্লাষ্ট রোগ বালাই ও পোকা-মাকড় দমনের কলা-কৌশলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে উঠান বৈঠক করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুরে ওই উপজেলার গোন্তাবাজার এলাকায় এ বৈঠক করে উপজেলা কৃষি অফিস। 

এ বৈঠকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ ৪ সদস্যের টিম বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ থেকে আমন ধানের ক্ষেত রক্ষার কৌশল হাতে কলমে শেখানোসহ লিফলেট বিতরণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, আলআমিন, মনিরুজ্জামান সুমন ও শাহাদত হোসেন, কৃষক আব্দুল আজিজ, সাগর আহমেদ, শরিফুল ইসলাম, সবুজ শাহরিয়ার, মোবারক হোসেন, মোস্তফা প্রমূখ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন বলেন, বোরো ধানের চাষাবাদ এবার ভালো হবে বলে আশা করা যাচ্ছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের সাথে উঠান বৈঠকসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এ বৈঠকের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃৃষকদের আরো সচেতন করা হবে। এতে কৃষকেরা অধিক লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।