শীতলক্ষ্যায় ৬টি নৌযানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০২ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা) ফারাশিদ বিন এনাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্যসহ বিআইডব্লিউটিএর পরিদর্শকবৃন্দ ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্য জানান, সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোট সাতটি নৌযান পরিদর্শনে ছয়টি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ এক লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি নৌযানে কোন ত্রুটি পাওয়া না গেলে সেটিকে ছেড়ে দেয়া হয়।