ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে পুলিশ: আইজিপি

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে পুলিশ: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সকল বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ। এর ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে পটুয়াখালীসহ দেশের সকল অঞ্চলের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার, তা পুলিশ করবে বলেও জানান তিনি।

এসময় পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত চৌধুরী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান ও পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আইন,শৃঙ্খলা,পরিস্থিতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত