ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়া অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় ৩৫ রো‌হিঙ্গার বিরু‌দ্ধে মামলা 

উখিয়া অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় ৩৫ রো‌হিঙ্গার বিরু‌দ্ধে মামলা 

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ জনের বিরু‌দ্ধে উখিয়া থানায় এক‌টি মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অ‌ফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

তি‌নি জানান, রোহিঙ্গা যুবক মোঃ সেলিম না‌মের এক রো‌হিঙ্গা নাগ‌রিক বাদী হয়ে উখিয়া থানায় এই মামলাটি দা‌য়ের করেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় ৩৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। কক্সবাজা‌রের গ‌ঠিত তদন্ত কমিটির সুপারিশে রোহিঙ্গা যুবক মোঃ সেলিম বাদী হয়ে এ মামলাটি করেন। তদন্ত অব‌্যাহত র‌য়ে‌ছে। শীঘ্রই আসামিদের চিহ্নিত করার চেষ্টা চল‌ছে।

গত ৫ মার্চ বালুখালী‌তে অগ্নিকাণ্ড পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত এবং নাশকতা বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান জা‌নি‌য়ে‌ছেন, সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করতে ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনাটি ঘটিয়েছে। তবে কারা ঘটিয়েছে সেটা এখনো জানা যায়নি।

ঘটনার দিন বালুখালীর ক্যাম্প-১০ ও ক্যাম্প-১১ এর মাঝামাঝি বিভিন্ন ব্লকে একই সা‌থে আগুন লাগে। তিন ঘণ্টা ধরে জ্বলন্ত আগুনে ২হাজারের বেশি রোহিঙ্গা বস‌তি পুড়ে যায়। এতে প্রায় ১২ হাজার লোক আশ্রয়হীন হয়ে পড়ে। ওইসময় ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১জনকে আটক করা হয়।

রোহিঙ্গা ক্যাম্প,অগ্নিকাণ্ড,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত