সিরাজগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ২
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ২৩:৫২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় ট্রাক উল্টে শ্রমিক আসলাম হোসেন (২৮) নিহত হয়েছে। সে রায়গঞ্জ উপজেলার হামিন-দামিন গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ শ্রমিক। তারা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের শ্রমিক। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান. বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ওই ৩ শ্রমিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ট্রাকযোগে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি উল্টে যায়। এতে ওই শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।