ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাটোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মুনাজাতের আয়োজন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধুর সোনার বাংলা’র স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর দেশপ্রেম, সাহসিকতা, মানবিকতাসহ অন্যান্য গুণাবলী অনুধাবন ও অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁরাই আগামীতে আমাদের দেশের কান্ডারী হবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, এনএসআই'র উপ-পরিচালক শাহিনুর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।

জাতীয়,শিশু,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত