ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছে। তারা হলেন- বেলকুচি উপজেলার বওড়া পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান (১৯) ও একই এলাকার জাহাঙ্গীর আলম (৩০)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২ জন।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়া গাঁতী নতুন পাড়া কবরস্থান এলাকা দিয়ে সোহানসহ তিনজন বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। এতে অপর দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, বৃহস্পতিবার রাতে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাঁতী কামারপাড়া ব্রীজ এলাকায় বাসচাপায় জাহাঙ্গীর আলম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সড়ক,দূর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত