ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনী পৌর পরিষদের ২য় বর্ষপূর্তিতে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে সুধি সমাবেশ

ফেনী পৌর পরিষদের ২য় বর্ষপূর্তিতে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে সুধি সমাবেশ

ফেনী পৌরসভার বর্তমান পৌর পরিষদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৮ মার্চ) ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে সুধি সমাবেশের আয়োজন করেছে। এ উপলক্ষে পৌর এলাকার ৬শ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আয়নুল কবীর শামীম।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ উল হাছান, ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ, জহিরিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ বিন নাজেম, কোট মসজিদ জামে মসজিদের খতিব মাওলানা মীর হোসেন, রিয়াজ উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মাছুম।

ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার এর সঞ্চালনায় ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে পৌর পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন ব্যাক্তিকে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদের মধ্যে বর্ষসেরা ট্রেড লাইসেন্স নবায়নকারী প্রতিষ্ঠান আম্মানী বিল্ডার্স এন্ড রিয়েল এস্টেট এর চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বর্ষসেরা পৌর করদাতা মোহাম্মদ জহির উদ্দিন মোহন, পৌর এলাকায় বর্ষসেরা রেমিট্যান্স প্রদানকারী নজরুল ইসলাম মিলন, ফেনী পৌরসভার মধ্যে ছাদবাগানের মালিক মোহাম্মদ ইসমাইল, ফেনী পৌরসভার মধ্যে শ্রেষ্ঠ কুরআনে হাফেজ মো. আশ্রাফুল ইসলাম রাফি, ফেনী পৌরসভার সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা মো. মাসুদুল হক মজুমদার, ফেনী পৌরসভার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন পেট্রোবাংলা পঞ্চায়েত কমিটি, ফেনী পৌরসভার সেরা পরিচ্ছন্নতা কর্মী জসিম উদ্দিন ও তাসলিমা আক্তার শোভাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বর্ষপূর্তি,সুধি,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত