ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া ঠাকুর ট্যাক এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে। র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিএসসি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত ১টি ট্রাক, ২৪টি ড্রাম ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক,ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত