সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া ঠাকুর ট্যাক এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে। র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিএসসি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত ১টি ট্রাক, ২৪টি ড্রাম ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।