ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষকের ৫ গরুর মৃত্যু 

সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষকের ৫ গরুর মৃত্যু 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের কৃষক মাজেদ আলীর ৫টি গরু মারা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২০ মার্চ) ভোর রাতে বৃষ্টির সাথে মেঘের প্রচন্ড তর্জন-গর্জন শুরু হয়। এ সময় ওই কৃষকের গোয়াল ঘরে বজ্রপাত হয় এবং গোয়ালে থাকা ৫টি গরু মারা যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) সাংবাদিকদের জানান, মৌসুমের প্রথম দীর্ঘক্ষণের বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। এ বজ্রপাতে কৃষক মাজেদ আলীর ৫টি গরু মারা গেলেও কোনো মানুষ হতাহত হয়নি। তবে একসঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় ওই পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বজ্রপাত,গরু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত