নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০৬ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অতনু মিত্র। প্রশিক্ষক ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া। প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করে। প্রতিটি কিশোরী সংঘের সদস্য সংখ্যা ১০০ জন।