ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা নদীতে জাটকা মাছ ধরার অপরাধে ৪ জেলের জরিমানা

যমুনা নদীতে জাটকা মাছ ধরার অপরাধে ৪ জেলের জরিমানা

সিরাজগঞ্জ সদর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এস. এম. রকিবুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) প্রায় দিনভর যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে জাটকা মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৪ জেলেকে ১ হাজার টাকা করে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেইসাথে উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা করা হয় এবং উদ্ধারকৃত জাটকা মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ অভিযানে সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, নৌ-পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, গোলাম রাব্বী, আলিফ হোসেন উপস্থিত ছিলেন।

জেলে,আটক,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত