প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন পিরোজপুরের ১১৬০ পরিবার

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

আগামী ২২ মার্চ (বুধবার) চতুর্থ ধাপে পিরোজপুর জেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পাচ্ছেন ১ হাজার ১৬০ উপকারভোগী পরিবার। জেলার ৭ উপজেলার মধ্যে ৬ উপজেলায় এ নিয়ে মোট ৫ হাজার ৭৯০টি ভূমি ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল তালিকা নিশ্চিত করা হলেও এ পর্যন্ত  মোট ৫ হাজার ২৭৬টি ঘর দেয়া হবে। 

সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তবে অল্প কিছুদিনের মধ্যে সদর উপজেলাকেও ভুমিহীন পরিবার মুক্ত ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক বলেন, পিরোজপুরে চতুর্থ পর্যায়ে ৭টি উপজেলায় ১ হাজার ১৬০ ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩৩টি, নাজিরপুর উপজেলা ৩১০টি, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০০, কাউখালী উপজেলায় ১০০টি, ইন্দুরকানী উপজেলায় ৭৪ টি, ভান্ডারিয়া উপজেলায় ১৬৬টি এবং মঠবাড়িয়া উপজেলায় ২৭৭ টি ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, অবশিষ্ট ভূমি ও গৃহহীনদের ঘর প্রদানের জন্য ঘর নির্মাণ কাজ চালু রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন। সাংবাদিকদের মধ্যে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বাংলাদেশ সংবাদ সংস্থার গৌতম চৌধুরী, ইত্তেফাক ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, হাসান মামুন, শিরিনা আফরোজ, হাসিবুল ইসলাম হাসান, জিয়াউল হক, তামিম সরদারসহ প্রশাসন এবং স্থানীয় আরও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।