সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিলানদাহ গ্রামের আলামিন শেখ (২২) ও বগুড়ার চান্দাইকোনা উপজেলার সিংঘের সিমলা গ্রামের আরিফুল ইসলাম (৩২)। র্যাব -১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র নেতৃত্বে সোমবার (২০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলামিন শেখকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, ওইদিন রাতে একই এলাকার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৭ পিচ ইয়াবাসহ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।