ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৪২ পরিবার

শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৪২ পরিবার

গাজীপুরের শ্রীপুরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ১৪২টি পরিবার জমিসহ আধা-পাকা ঘর পেয়েছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প ৮ একর ৯০ শতাংশ জমির ওপর নির্মাণ করা এসব ঘর বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে শ্রীপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুরের ডিসি আনিছুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।

প্রধানমন্ত্রী,উপহার,ঘর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত