ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করছে সরকার: যুব প্রতিমন্ত্রী

বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করছে সরকার: যুব প্রতিমন্ত্রী

সরকার সারাদেশে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তোলায় বিভিন্ন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বুধবার (২২ মার্চ) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত যুব সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন, বাংলাদেশে বেকার সমস্য নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। সরকারী প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছেন। তারা আবার অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যুবক,প্রশিক্ষণ,কর্মমুখী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত