ভূরুঙ্গামারীতে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি অফিসার সুজন কুমার ভৌমিকের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আপেল মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান শাহানারা বেগম মীরা, তিলাই ইউপি চেয়ারম‍্যান কামরুজ্জামান কামরুল, বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম‍্যান মইনুল ইসলাম লিটনসহ উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ।

উল্লেখ‍্য, উপজেলার ১০ ইউনিয়নের ৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।