ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালক জহিরুল ইসলাম রাজশাহী শেখার বাঘা উপজেলার হেলালপুর এলাকার আব্দুল কদ্দুস আলী নুরুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকে আটকে পড়া দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ট্রাক চালক জহিরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্রাক,মুখোমুখি,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত