ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ৭

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হত্যা, মাদকসহ নানা মামলার আসামি। বুধবার (২২ মার্চ) রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), মো. আলীর ছেলে আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ (১৯), দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩৪), ১৯ ক্যাম্পের করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১) ও দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।

সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি। এদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযান,রোহিঙ্গা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত