শার্শা সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক 

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আটকরা হলেন- নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।

তিনি জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক অগ্রভুলাট ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। 

এ সময় এক কেজি ১৬৭ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা বলে জানান তিনি।