সাঁথিয়ায় প্রায় সাড়ে ৬ হাজার কৃষককে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মর্সূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় বীজ বিতরণ উদ্বোধন পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। 

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সহকারী প্রকৌশলী (বিএডিসি) তন্ময়। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার ফারুক হোসেন চৌধুরি। 

পরে অতিথিগণ কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ করেন। জানা গেছে, ৩ হাজার কৃষককে ১ কেজি করে পাটের বীজ দেয়া হয়। অপরদিকে, ৩ হাজার ৩’শ ১৪ জন কৃষককে রোপা আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।