বস্তায় চাল কম দিয়ে প্রতারণা করায় সিরাজগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুরে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে চালের আড়ত ও দুই দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: হাসান আল মারুফ এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে এনায়েতপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মনিটরিং ও মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৫০ কেজির বস্তায় ৪৬ কেজি ২২০ গ্রাম ও ২৫ কেজির বস্তায় ২৩ কেজি ৩’শ গ্রাম চাল বিক্রি করায় মেসার্স আরাফাত নাইম চালের আড়তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেহেদী হাসান স্টোরকে ২ হাজার ও রবিউল খেজুর ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।