ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘দ্রব্যমূল্য সহনীয় রাখতে দরকার সম্মিলিত প্রচেষ্টা’

‘দ্রব্যমূল্য সহনীয় রাখতে দরকার সম্মিলিত প্রচেষ্টা’

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে বলেছেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও যানজট নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ অর্থাৎ সুখী ও সমৃদ্ধ সমাজ বি-নির্মাণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। প্রত্যেককে সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে শনিবার (২৫ মার্চ) থানা প্রাঙ্গণে হাজীগঞ্জ থানা পুলিশ আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম এ পরিচালনায় এ সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

এতে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ট্রাফিক বিভাগের ইনচার্জ ইন্সপেক্টর মো: বোরহান উদ্দিন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রুহিদাস বণিক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী ও সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন। এছাড়াও বক্তব্য রাখেন, বোগদাদ বাস মালিক সমিতির নেতা, হাজীগঞ্জ সিএনজি মালিক সমিতির নেতা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- এএসপি (শিক্ষানুবিস) মনিষ দাস, ইন্সপেক্টর (সার্কেল অফিস), হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মো: মিসবাহুল আলম চৌধুরী, সাব-ইন্সপেক্টর গোপীনাথ, সাব-ইন্সপেক্টর প্রভাকর, সাব-ইন্সপেক্টর মো: আবদুল আজিজ, ট্রাফিক বিভাগের ট্রাফিক সাব-ইন্সপেক্টর মো: মাহমুদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর আবদুর রহমান, এটিএসআই এমরান হোসেন, এএসআই আবুল খায়ের সহ সাব-ইন্সপেক্টরবৃন্দ এবং এএসআইবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, হকার্স সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা শেষে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে এর নেতৃত্ব হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার,পংকজ কুমার দে,দ্রব্যমূল্য,যানজট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত