কক্সবাজারের উখিয়ায় মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করেছে বনবিভাগ। গতকাল রোববার গভীর রাতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মু. শফিউল আলমের নেতৃত্বে ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড় হতে মাটি কর্তনকালে ডাম্পার গাড়ি আটক কর হয়।
স্থানীয়দের মতে, রাজাপালং ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড়ে মোস্তাক, রোস্তম ও নাসিরের নেতৃত্বে একটি সিন্ডিকেট কয়েকটি ডাম্পার ব্যবহার করে রাতের আধারে গত দুই মাস ধরে পাহাড় কর্তন করে মাটি পাচার করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনবিভাগ।
ওই সময় মাটি কর্তনকালে ডাম্পার গাড়ি আটক কর হয়।
অভিযানে আরও নেতৃত্ব দেন উখিয়া সদর বিট মো:সাজ্জাদুজ্জামান ওয়ালাপালং বিট এমদাদুল হাসান এবং অন্যান্য বিটের স্টাফগন উপস্থিত ছিলেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মু. শফিউল আলম বলেন, পাহাড় খেকোদের কোন ছাড় নেই। আটক ডাম্পারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।