সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নববিবাহিত পিটিআই ইন্সট্রাক্টর নিহত
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় সড়ক দূর্ঘটনায় সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর (কৃষি) নব বিবাহিত মোশারফ হোসেন (৩১) নিহত হয়েছেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের হারাগাছ থানার বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার (২৬ মার্চ) সকালে রংপুর থেকে ট্রেনযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে নামেন ওই ইন্সট্রাক্টর। সেখান থেকে অটোভ্যানযোগে কমর্স্থলে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি উল্টে যায় এবং পাথরের সঙ্গে ধাক্কা লেগে মোশারফ হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি এবং তার লাশ ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি গত সপ্তাহে বিয়ে করেছেন বলে জানা গেছে। তার এ অকাল মৃত্যুতে পিটিআই পাড়ায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।