বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত’ শীর্ষক প্রদর্শণীর উদ্বোধন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ২১:০৮ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভগ্নিপতি দক্ষিণ বাংলার অবিসংবাদিত নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে “সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত” শীর্ষক প্রদর্শণী।

গতকাল দুপুর ১২ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত এ প্রদর্শণীর উদ্বোধন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র দৌহিত্র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মারক গ্রন্থ প্রণয়ন কমিটির আহবায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, মেয়র মহোদয়ের সহধর্মিনী লিপি আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বিশিষ্ট নাট্যজন সৈয়দ দুলাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য-সচিব অধ্যাপক নজমুল হোসেন আকাশ ।

দুই দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকবৃন্দসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান, প্রাধ্যক্ষবৃন্দ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির যুগ্ম সদস্য-সচিব বাহাউদ্দিন গোলাপ।