ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে দিনব্যাপি পুষ্টি মেলা

রংপুরে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে দিনব্যাপি পুষ্টি মেলা

মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর রংপুর এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনব্যাপি পুষ্টি মেলায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে উপ পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা: মোঃ জাহাঙ্গীর কবির এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রেজিনা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এর সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, টেকনিক্যাল স্পেশালিস্ট সুবহা তালফা, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, ডানিয়েল সরকার, রানী রিটা কন্তা প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অপুষ্টি নিরসনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এই মহান উদ্যোগ সত্যি প্রশংসার দাবীদার। আপনাদের এই মহান কাজে আমরা আপনাদের সাথে আছি। তিনি ব্র্যাক এবং এলআই ইউপিসিপিকেও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রমে শরীক হওয়ার জন্য ধন্যবাদ জানান।

পুষ্টি,মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত