পরিমাপে কারচুপি

নারায়ণগঞ্জে ৩ ইটভাটাকে জরিমানা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ২১:১০ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ৩টি ইট ভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বুধবার (২৯ মার্চ) এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ইটের সঠিক পরিমাপ না থাকায় পরিমাপে কারচুপি ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন এর অপরাধে মেসার্স সোনারগাঁও  টাটা ব্রিকস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ও ৪৮ ধারায় ১ লাখ ২০ হাজার টাকা, ৪৫ ধারায় ২০ হাজার টাকা, ৪৮ ধারায় ২০ হাজার টাকা, মেসার্স মামা ভাগিনা ব্রিকস-১ কে ৪৩, ৩৫ ও ৪৮ ধারায় ২ লাখ টাকা ও মামা ভাগিনা ব্রিকস -২ কে ১ লাখা টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা ক্যাবের প্রতিনিধি ও র‌্যার ১১ একটি টিম উপস্থিত ছিলেন ।

মো. সেলিমুজ্জামান জানান বন্দর উপজেলার কেওঢালা এলাকায় কয়েকটি ইট ভাটা পরিদর্শন করা হয়। বিডিএস ২০৮:২০০৯ অনুযায়ী ইটের সঠিক পরিমাপ যথাক্রমে দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১.৫ সেন্টিমিটার, উচ্চতা ৭ সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু পরিদর্শন কালে ইটের সঠিক পরিমাপ না থাকায় পরিমাপে কারচুপি ও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন এর অপরাধে ও্ই ৩টি ইট ভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।