পন্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় চাঁদপুর শহরের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ মার্চ) বিকেলে শহরের পালবাজার ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ বিকেলে শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাল বাজারে জিলাপির দোকানে মূল্য তালিকা না থাকায় মা সুইটসকে ১ হাজার, বসুদেব ঘোষকে ১ হাজার, ষোষের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোনভাবেই রঙ, হাইড্রোজ মিশিয়ে যেন জিলাপি না তৈরি করা হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয় এসব প্রতিষ্ঠানকে। এছাড়াও নতুন বাজারে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এ মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, একই সময়ে পালবাজার ব্রয়লার মুরগী দোকানে, মাংসের দোকানে এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সঠিক মূল্যে মুরগী ও মাংস বিক্রির জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস পুলিশ দল অভিযানে সহযোগিতা করেন।